এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়াবাজারে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। তাদের হামলায় দোকান মালিকসহ দুই কর্মচারি আহত হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই এলাকার ইদ্রিস ক্লথ ষ্টোরের মালিক মৌলানা লুৎফুর রহমান চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানে সাদ্দাম হোসেনসহ একদল দুর্বৃত্ত হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।
এ সময় তিনি ও কর্মচারি মামুন এবং সুমন বাঁধা দিলে দুর্বৃত্তরা তাকে পিঠিয়ে আহত করে দোকানে থাকা মালামালসহ টাকা লুট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। দিনে দুপুরে শহরের প্রাণকেন্দ্রে ব্যবসা প্রতিষ্ঠানে এমন ঘটনায় ব্যবসায়ীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।