হবিগঞ্জ প্রতিনিধি : গতকাল শনিবার ইয়ং টাইগার অনুর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে মৌলভীবাজারকে হারিয়ে হবিগঞ্জ ৫৫ রানে জয়ী হয়েছে। হবিগঞ্জ অনুর্ধ্ব-১৬ দলের ক্যাপ্টেন অর্নব সিদ্দিকী টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। অনুর্ধ্ব-১৬ দল ব্যাট করতে নেমে ৪১.৫ ওভার শেষে ১০ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। হবিগঞ্জ দলের পক্ষে সর্বোচ্চ ফরহাদ ৩০, অর্নব ২১ রান করে। মৌলভীবাজার দলের পক্ষে লিংকন ও সুমিত ৩টি করে উইকেট লাভ করে। হবিগঞ্জ দলের ১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে মৌলভীবাজার অনুর্ধ্ব-১৬ দল ব্যাটিং বিপর্যয়ে পরে। মৌলভীবাজার অনুর্ধ্ব-১৬ দল ২৭.৫ ওভারে ১০ উইকেটে ৭৪ রান সংগ্রহ করে। হবিগঞ্জ দলের পক্ষে অর্নব ৪টি ও ফরহাদ ২টি করে উইকেট লাভ করে। ব্যাট হাতে ২১ ও বল হাতে ৪টি উইকেট নেয়ার জন্য ম্যান অব দ্যা ম্যাচ হয় অর্নব সিদ্দিকী ও টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬টি উইকেট শিকারের জন্য সেরা বোলার ও ম্যান অব দ্যা সিরিজ নিবার্চিত হয় ফরহাদ। উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর হবিগঞ্জ অনুর্ধ্ব-১৬ দল ইয়ং টাইগার অনুর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে অংশ গ্রহন করতে মৌলভীবাজার যায় এবং সবকটি খেলা মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।