রাজীব দেব রায় রাজু,মাধবপুর(হবিগঞ্জ)থেকে : “শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধু জাতির জনকের বাংলাদেশ” এই শ্লোগান কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যেগে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস ও জাতিয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহশপ্রতিবার সকালে একটি র্যালি শেষে মিলনায়তনে উপজেলা নির্বাহী মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এড. মোঃ মাহবুব আলী। সহকারী কমিশনার(ভুমি) রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা প্রমুখ। জাতীর জনকের জন্মদিন উপলক্ষ্যে শিশুদের মধ্যে চিত্রাঙ্গন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরুষ্কার বিতরন করেন।
অপরদিকে ওইদিন সকালে সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ জাহির উদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক নাছরিন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ইউনিটের সহকারী কমান্ডার সালেহ আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, সহকারী অধ্যক্ষ পংকজ কুমার রায়,শিক্ষার্থী আনিসুর রহমান মুক্তার প্রমুখ। এর আগে মুক্তিযোদ্ধা বিষয়ক কূইজ প্রতিযোগীতা অনুষ্টিত হয়।