চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় গতকাল শনিবার মহিলা সহ ৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল শনিবার সকাল ৯টার দিকে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের নতুন বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট থেকে যাত্রী নিয়ে ১টি সিএনজি (অটোরিক্সা) শায়েস্তাগঞ্জ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোটেম্পুর সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ৫ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত দেওরগাছ গ্রামের আব্দুল লতিফ (৩০), বাবুল মিয়া (২৫) ও চান্দপুর চা বাগানের মহিলা যাত্রী জবা (২৫) এবং বিলাশী (২৫)কে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুঘর্টনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে সিএনজি ও অটোটেম্পুকে আটক করে থানায় নিয়ে আসে।