এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি ॥ জেলার নবীগঞ্জ উপজেলার পুরানগাও গ্রামে প্রবাসীর বিয়ে বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় ওই বাড়ির গৃহকর্তা আব্দুল বাছিত (৪২) রক্তাক্ত জখম হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানায় ডাকাতির শিকার পরিবারের লোকজন।
আহত আব্দুল বাছিত হাসপাতালে সাংবাদিকদের জানায়, বুধবার (১৬) মার্চ ভোর রাতে একদল মুখোশধারি ডাকাতদল ঘরের গ্রীল কেটে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে গৃহকর্তা আব্দুল বাছিতকে রক্তাক্ত জখম করে। তিনি আরও জানান, তার ভাই কুয়েত প্রবাসী আব্দুল রকিব চৌধুরীর গত ১১ মার্চ শুক্রবার বিয়ে করেন। বিয়ের পর বাড়িতে স্বর্ণালংকার ও টাকা পয়সা আছে বলেই ডাকাতরা হানা দেয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছিতের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ডাকাতির ঘটনার বিষয়টি শুণেছি। তবে ডাকাতির শিকার পরিবারের লোকদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় দেয়া হয়নি।