মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ জেলা পরিষদ এর সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ জয়নাল উদ্দিন খানের ইনাতাবাদ আবাসিক এলাকার ক-৪৭৬৭ বাসার কলাপসিবল গেইট ভেঙ্গে ঞঠঝ ১০০ঈঈ মটর সাইকেল চুরি হয়েছে।
জানা যায়, প্রকৌশলী জয়নাল উদ্দিন খান বিভিন্ন সাইট পরিদর্শন শেষে রাত ১০টায় বাসায় ফিরে রেজিঃ হবিগঞ্জ হ-১১-৩২০০ মটর সাইকেলটি নীচতলার সিড়ির নীচে তালাবদ্ধ করে রেখে দেন। সকালে উঠে দেখতে পান কলাপসিবল ও মেইন গেইটের চারটি তালা ভাঙ্গা ও মটর সাইকেলটি নেই। এ বিষয়ে ১৬ মার্চ হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডাইরী হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।