চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে এক বিধবা মহিলার বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে একদল দুর্বৃত্ত।
জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা গ্রামের মৃত ইয়াহিয়া খাঁনের স্ত্রী মোছাঃ রাবেয়া খাতুনের (৩৮) বাড়িঘরে হামলা চালায় শায়েস্তাগঞ্জ পৌরসভার লেনজাপাড়া গ্রামের মৃত আঃ রশিদের ছেলে মোঃ বাছির মিয়া (২৫)সহ একদল দুর্বৃত্ত।
এ সময় বিধবা রাবেয়া খাতুন বাধা দিলে দুর্বৃত্তরা তাকে মারধর করে বাড়িঘর ভাংচুর ও নগদ ৩৫হাজার টাকাসহ স্বর্ণালংকার লুটপাট করে পালিয়ে যায়।আহত রাবেয়াকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।