বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মাশহুদুল কবির বলেছেন, টার্গেট নিয়ে কাজ করতে চাই। আমার টার্গেটে আছে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন। এসব কাজ করব অগ্রাধিকার ভিত্তিতে। তিনি বলেন, উপজেলার সার্বিক বিষয়ে আমি ধারাবাহিকভাবে কাজ অব্যাহত রাখব। সভায় সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন। বুধবার দুপুরে তাঁর কার্যালয়ে বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, মোঃ আবুল কাশেম।