বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মাধবপুর গ্রামে সৌদি প্রবাসী মাছুম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদল প্রবাসীর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে গতকাল বুধবার ভোরবেলায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ১৫/১৬ জনের ডাকাতদল প্রবাসীর বসত ঘরের ক্যালাপসিবল গেইটের তালা ও দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে পরিবারের সবাইকে হাত, পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা, ৪টি মোবাইল সেট, কাপড়, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
প্রবাসীর ভাই মারুফ হোসেন সাংবাদিক কে বলেন, রাত আনুমানিক আড়াইটায় ডাকাতদল ঘরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়।
থানার ওসি আব্দুল হাই বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।