মোযযাম্মিল হক ,বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে তিন সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর গ্রামের বেমালিয়া নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃতরা হচ্ছে সুলতানা বেগম (৭), রাজা মিয়া- (৫) এবং বাদশা মিয়া-(৪)। তারা সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলীকান্দি গ্রামের আবদুস সাত্তার শওকতের সন্তান।
এলাকাবাসী জানান, শিশুদের বাবা আবদুস সাত্তার একজন হকার। সিলেটে ফেরী করে বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করেন। মা কুলসুম বেগম লেবানন প্রবাসী। মা-বাবা বাড়িতে না থাকার কারনে শিশু তিনটি রতনপুর গ্রামের তাদের ফুফু খোশবানুর বাড়িতে বসবাস করত । মঙ্গলবার বিকেলে শিশু তিনটি বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। আজ বুধবার দুপুরে স্থানীয় বেমালিয়া নদীতে এলাকাবাসী তাদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল আহাদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদেরের সাথে যোগাযোগ করলে তিনি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।