চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দূর্গাপুর বাজারে একই স্থানে দু’পক্ষের ওয়াজ মাহফিল ডাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। জানা যায়, আগামী শুক্রবার ১৮ই মার্চ বাদ জুম’আ উপজেলার দূর্গাপুর বাজার সংলগ্ন মাঠে ডঃ এনায়েত উল্লাহ আব্বাসী, জৈনপুরীর সমর্থিত দল ও আল্লামা ছাহেব কিবলা সিরাজনগরীর সমর্থিত দল একই স্থানে আরেকটি ওয়াজ মাহফিলের ডাক দেয়।
দু’পক্ষই গত দু’দিন ধরে এলাকায় মাইকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর ধারণা একই স্থানে দু’পক্ষের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
তাই এলাকাবাসী এ ব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে দূর্গাপুর বাজার কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক তালুকদার কাজল বলেন, দু’পক্ষের অনড় অবস্থানের কারণে এলাকায় শান্তি-শৃংখলা বিঘœ হতে পারে। তাই আমি এলাকাবাসীর পক্ষে এ বিষয়ে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। উল্লেখ্য যে, গত বছর এভাবে দু’টি পক্ষ একই স্থানে ওয়াজ মাহফিলের আয়োজন করলে প্রশাসন ওই ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়।