এম এ আই সজিব ॥ চুনারুঘাটে সিএনজি ও ট্রাক্টরে মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় চুনারুঘাট-সাটিয়াজুরী সড়কের কালাপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা সাটিয়াজুরী-চুনারুঘাট সড়ক অবরোধ করে অবৈধ ট্রাক্টর চলাচলের বন্ধের দাবি জানায়। খবর পেয়ে চুনারুঘাট থানার দারোগা প্রদীপ কুমার ঘটনাস্থলে গিয়ে সমাধানের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও আহত সূত্রে জানা যায়, গতকাল বিকালে মিরপুর থেকে চুনারুঘাটে আসার উদ্দেশ্যে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা (হবিগঞ্জ-থ-১১-৫৯৪৩) কালাপুর নামক স্থানে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা মাটি বুঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়।
আহতরা হলঃ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের কমলা রাণী (২৩), দেবাংশু (৩০), দুর্ঘোস (৯) ও সিএনজি চালক মোঃ আলাউদ্দিন (২৮)। আহত ৪ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশংকাজক অবস্থায় দেবাংশু সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে প্রেরণ করা হয়েছে।