এম এ আই সজিব ॥ বাহুবলে এক রাতে ৪ দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে উপজেলা সদর ও ডুবাঐ বাজারে এ ঘটনা ঘটে। এসব দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে দোকান মালিকরা দাবি করছেন। চুরি হওয়া দোকানগুলো হলো ঃ ভিতর বাজারের লিটন মিয়ার স্টেশনারী দোকান, মোতালিব মিয়ার স্টেশনারী দোকান, বজলু মিয়ার মুরগের দোকান ও আবুবকর মিয়ার স্টেশনারী দোকান। দোকানগুলোর দরজা ও সার্টারের তালা ভেঙে চোরেরা দোকানে প্রবেশ করে নগদ টাকাসহ উল্লেখিত টাকার মালামাল নিয়ে যায়।