এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরতলীর আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগমের সাথে অশালীন আচরণের প্রতিবাদে ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। গতকাল মঙ্গলবার সকালে ক্লাস বর্জন করেন তারা। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দোষী ব্যক্তির শাস্তি দাবি করে বিক্ষোভ প্রদর্শন করে।
হবিগঞ্জ আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম, জানান বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে গত ৮ মার্চ শহরতলীর ভাদৈ গ্রামের জনৈক যুবক শিক্ষিকা আঞ্জুমান আরা বেগমের সাথে অশালীন আচরণ করেন। বিষয়টি জানাজানি হলে ৯ মার্চ শিক্ষক-শিক্ষিকারা জরুরী সভায় দোষী ব্যক্তির শাস্তি দাবিতে ৫ দিনের আল্টিমেটাম দেন। গতকাল মঙ্গলবার ৫ দিন অতিবাহিত হলেও ওই যুবকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় শিক্ষকরা ক্লাস বর্জন শুরু করেন। দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ প্রদর্শন করেন।