এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামে স্বামীর বন্দিশালা থেকে নাজনিন আক্তার জান্নাত (২০) নামের এক গৃহবধুকে উদ্ধার করেছে পুলিশ। সে ধুলিয়াখাল গ্রামের ফরিদ মিয়ার কন্যা। মঙ্গলবার সকালে সদর থানার এএসআই আবু নাইম অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা যায়, তার স্বামী জাবেদ আলীর বাড়ি থেকে তাকে উদ্ধার করে। এ সময় স্বামী সটকে পড়ে।