শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার বড়চর গ্রামে দুর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ হয়েছেন এক বিধবা নারী। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
দগ্ধ শামছুন্নাহারের ছেলে শাহ আলম জানান, প্রতিবেশী আব্দুর রহিমের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ চলে আসছে। এ ঘটনায় তার মা আব্দুর রহিমদের বিরুদ্ধে চারটি মামলা করেছেন। বারবার হুমকি দেওয়ার পরও মামলা তুলে না নেওয়ায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঘরের মধ্যে ঢুকে তার মায়ের গায়ে এসিড নিক্ষেপ করা হয়।
পরে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
কর্তব্যরত ডাক্তার অরুণ কুমার পাল জানান, তার গায়ে ব্যাটারির এসিড নিক্ষেপ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক জানান, আব্দুর রহিম ও শামছুন্নাহারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এসিড নিক্ষেপের ঘটনাটি শুনেছি।