বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও শিশুদিবস উপলক্ষে নানান আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্বনাথ উপজেলা শিশু কিশোর মেলা। বৃহস্পতিবার সকাল ১০টায় র্যালী ও ১১টায় উপজেলা পল্লী ভবন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ বাবুল আখতার।
এতে সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিত ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন উপজেলা শিশু কিশোর মেলার সভাপতি বদরুল ইসলাম মহসিন ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ।