আবু হেনা, আজমিরীগঞ্জ থেকে ॥ স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২য় দফায় ৬৭২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১ম পর্যায়ে আজমিরীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।
সোমবার উপজেলার ৫ ইউনিয়ন যথাক্রমে আজমিরীগঞ্জ সদর, বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদেরকে দলীয় প্রতীকে, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দেন রিটার্নিং কর্মকর্তা।
১নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুছ মিয়া (নৌকা), বিএনপি’র প্রার্থী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান ইসমাইল হোসেন সরস (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা রওশন আলী (আনারস), আব্দুল আউয়াল (মোটর সাইকেল),বিএনপি’র বিদ্রোহী বিএনপি নেতা মশক আলী (অটোরিক্সা) ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর শেখ (ঘোড়া)।
সাধারণ সদস্য পদে২৫জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এহতেসাম রাসূলে হায়দার। ২নং বদলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী (নৌকা), বিএনপির প্রার্থী ইউনিয়ন যুবদল সভাপতি রমাকান্ত সরকার (ধানের শীষ), জাতীয় পার্টির প্রবীর চন্দ্র দাস (লাঙ্গল), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তুষার কান্তি দাস মনু (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী প্রেমতোষ চৌধুরী (মোটর সাইকেল) ।
সাধারণ সদস্য পদে ৪৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন প্রর্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তপন জ্যোতি অসিম। ৩নংজলসুখা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান এমএ কাদির সামছু (নৌকা), বিএনপি’র প্রার্থী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান আবু আলী ইছাক চৌধুরী (দিলু মিয়া) (ধানের শীষ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগ সভাপতি ফয়েজ মিয়া খেলু ( মোটর সাইকেল), আব্দুর নূর মিয়া ( ঘোড়া। সাধারণ সদস্য পদে ৩০ জন, সংরক্ষিত পদে ১২ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ করেছেন উপজেলা প্রৌকশলী ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল হান্নান। ৪নং কাকাইলছেও ইউনিয়নে চেয়ারম্যান
পদে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা বর্তমান চেয়ারম্যান হাজী নুরুল হক ভূইঁয়া (নৌকা), বিএনপি’র প্রার্থী বিএনপি নেতা মফিল মিয়া (ধানের শীষ), আওয়ামী লীগের বিএনপি’র বিদ্রোহী প্রার্থী বিএনপি নেতা জামাল মীর (আনারস)।
সাধারণ সদস্য পদে ২৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ এহতেসাম রাসূলে হায়দার। ০৫নং শিবপাশা শিবপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান তকছির মিয়া (নৌকা), বিএনপি’র প্রার্থী বিএনপি নেতা সাদেকুল আমীন চৌধুরী (ধানের শীষ), জামায়েত ইসলামের প্রার্থী ডাঃ নুরুল হক (ঘোড়া), খেলাফত মজলিস প্রার্থী খেলু মিয়া (,দেয়াল ঘড়ি), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার (আনারস)সাংগঠনিক সম্পাদক নলিউর রহমান তালুকদার (মোটর সাইকেল)।
সাধারণ সদস্য পদে ৪৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তপন জ্যোতি অসিম। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে কাকাইলছেও ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খালেকুজ্জামান ও আশরাফ উদ্দিন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এছাড়া সাধারন সদস্য পদে ৩ নং জলসুখা ইউনিয়নের ৩ জন, ৪নং কাকাইলছেও ইউনিয়নের ৩ জন, ৫ নং শিবপাসা ইউনিয়নের ২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। উল্লেখ্য, বর্তমানে ৫ ইউনিয়নের চেয়ারম্যান পদে ২৪ জন,সাধারন সদস্য পদে ১৭৪ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭০ প্রার্থী প্রতিিন্ধতা করবেন। মোট ভোটার সংখ্যা ৬৬ হাজার ১শত ১৯জন। পুরুষ ভোটার ৩৩ হাজার ২শত ৩৯ জন। মহিলা ভোটার ৩২ হাজার ৯ শত ৫৬ জন।