মোঃ রহমত আলী ॥ বানিয়াচং “বেলী কিশোর কিশোরী ক্লাব” এর মাসিক সভায় সদস্যারা অঙ্গীকার করেছে ১৮ বছরের আগে বিবাহ করবো না, কাউকে বিয়ে করতে দেবনা এবং শিক্ষার বাইরে থাকবো না। সদর দক্ষিণ-পশ্চিম ইউ.পির বাসিয়াপাড়া এলাকার সোমবার বিকেল ৩টায় বাসিয়াপাড়া নুরুল ইসলাম এর বাংলোতে ইউনিসেফ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় গঠিত বেলী কিশোর কিশোরী ক্লাবের ৫তম মাসিক সভায় উপরোক্ত অঙ্গীকার ঘোষণা করেছে ক্লাবের কিশোরীরা। ক্লাবের সভানেত্রী সোনিয়া আক্তার নাছরিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।
বিশেষ অতিথি ছিলেন এসইপিএস-এর এসও সুজিত কুমার বৈষ্ণব, ইউনিসেফ ক্যাট্স প্রকল্পের ইউএফ একে আজাদ ও ইউ.পি মেম্বার নুরুল ইসলাম। বক্তৃতা করেন হাদিসা আক্তার, শান্তা আক্তার, রুমা আক্তার, প্রীতি আক্তার, রিমীনা, রেবা, স্বপ্না, তামান্না, আলমচান, মৌসুমী, সুমনা, পপি প্রমুখ। সভায় প্রধান অতিথি চেয়ারম্যান মমিন বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশু নির্যাতন, জন্ম নিবন্ধন, স্যানিটেশন ও বাধ্যতামূলক শিক্ষার বিষয়ে সরকারের কঠোর আইন সম্পর্কে অবহিত করেন।