বনিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং থানায় নিরাপত্তা জোরদার করতে গিয়ে সিসি ক্যামেরা চালু করা হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে এ ডিজিটাল পদ্ধতি চালু করা হয়।ক্যামেরাগুলো থানার ভিতর ও আশপাশ এলাকা নিরাপত্তা কাজে সচল রাখা হয়েছে। অফিসার ইনচার্জ ওমুল্য কুমার চৌধুরী প্রচেষ্টায় যোগদানের একমাসের মাতায় জেলাপুলিশের সহায়তায় ৭টি সিসি ক্যামেরা ইতিমধ্যে চালু করা হয়েছে এবং তা সচল রয়েছে। ক্যামেরা থানার হাজতখানা, প্রবেশ পথ, গেরেজ সহ গুরুত্বরপূর্ন ৬টি স্পটের গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনে সহায়তা করবে এবং অডিও রেকর্ড সহ ভিডিও পদ্ধতি রাখা হয়েছে।