চুনারুঘাট প্রতিনিধিঃ
চুনারুঘাটে পূর্ব বিরোধের জের ধরে আয়েশা (৩৩) নামে এক চাচীকে উপর্যপুরী কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে ভাই ভাতিজারা । গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চুনারুঘাট পরে মুমুর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে পেরন করা হয়েছে। সববার সন্ধ্যা৭টার দিকে এঘটনা ঘটে।আহত আয়েশা উবাহাটা ইউনিয়নের কাচিশাইল গ্রামের দিনমুজুর সানু মিয়ার স্ত্রী
আহত আয়েশার স্বামী জানান, পুর্ব তাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে ঘটনার তারিখ ওসময়ে সানু মিয়ার ভাই নানু মিয়া
৫০)ও তার ভাতিজা আলাউদ্দিন,আমির উদ্দিন,ফজলু মিয়া ৫/৬ জনের একদল ওই সময় ঘরে তার স্বামী নাথাকায় বাহানা টাকা চাইতে যায় নানু মিয়ার লোকজন একপর্যায় তর্কবিতর্ক করে হামলা চালায় এসময় ঘরে রক্ষিত ৪০ হাজার টাকা নিয়ে যায় বলে জানান। তাদের ধারালো অস্ত্র দিয়ে দুন হাতে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাক্তক জখম করে।
এদিকে এ ঘটনা চুনারুঘাট থানার পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করেন।