তোফাজ্জল হোসেন : মাধবপুর উপজেলা ১১নং বাঘাসুরা ইনিয়নের সুন্দরপুর গ্রামে পুকুর দখল নিয়ে মাসুক গুরূপ ও আতাউর গুরূপের মধ্যে আজ সোমবার দুপুর ১২ টা সময় সংঘর্ষ হয়।
সুন্দরপুর গ্রামে মৃত হাজী নূর মিয়ার ছেলে মোঃ মাসুক মিয়া (৩৫) একই গ্রামের মোঃ আব্দুল হকের ছেলে আতাউর রহমান (২৬) এদের ম্যধে সংঘর্ষ হলে এতে আহত হন- মোঃ আবদুল রহমান (৪০) ইদ্রিছ মিয়া (৪৫) মুছন মিয়া (৪৬) আসিক মিয়া (২৫) তাহেরা বেগম (২০) আজেরা বেগম (৩০) পারূল বেগম (৪০) মোঃ নূর লক (৪২) উমরাজ বেগম (৩৫) মতিউর (১৩) রেহানা বেগম (২৮) জহির মিয়া (২৭) রূবেল মিয়ি (২৮) আফিয়া বেগম (৪০)।
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ও মাধবপুর উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।