এম এ আই সজিব ॥ দীর্ঘদিন পর হবিগঞ্জ সদর মডেল থানায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মোঃ নাজিম উদ্দিন যোগদানের পর থেকেই পাল্টে যায় থানা অভ্যন্তরের চিত্র। রবিবার অপরাধ নিয়ন্ত্রণে থানা অভ্যন্তরে বসানো হয়েছে ৮টি ক্লোজ সার্কিট ক্যামেরা। এর আগে থানায় টাঙ্গানো হয় ডিজিটাল সাইনবোর্ড। এ ব্যাপারে ওসি নাজিম উদ্দিন জানান, ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক হবে। এতে থানায় আসা মানুষদের ভোগান্তি কমবে।