এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পুর্ব লেঞ্জাপাড়ার খোয়াই নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছে একদল দুবৃত্ত। অব্যাহতভাবে বালু উত্তোলনের ফলে ব্রীজটি হুমকির সম্মুক্ষিন হয়ে পড়েছে। যে কোন সময় এটি ভেঙ্গে গিয়ে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। এ ব্যাপারে ওই গ্রামের শাহানুর রহমানসহ বেশ কয়েকজন গ্রামবাসি জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, পুর্ব লেঞ্জাপাড়া গ্রামের সানু মিয়া, আব্দাল মিয়াসহ একদল প্রভাবশালী লোক ওই স্থানে ড্রেজার মেশিন বসিয়ে খোয়াই নদী থেকে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করছে। পরে সেগুলো ট্রাক-ট্রাক্টর ও ট্রলিযোগে বিভিন্নস্থানে পাচার করছে। এতে করে ব্রীজটি যে কোন সময় ভেঙ্গে গিয়ে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশংকা করছেন।