হামিদুর রহমান,মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার আলীনগর নামক স্থানে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বিজিবি ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার মোশারফ হোসেনের নেতৃত্বে¡ বিজিবি টহলদল উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ উদ্বার করেছেন।
তিনি আরও জানান,বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।