ক্রীড়া প্রতিবেদক : প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল।
নিয়মিত রান পাচ্ছিলেন দেশসেরা এ ওপেনার। বড় রানও করছিলেন। কিন্তু মাইলফলক স্পর্শ করা হচ্ছিল না তামিম ইকবালের।
রোববার সেই আক্ষেপ পূরণ করলেন সেঞ্চুরি দিয়ে। ওমানের বিপক্ষে রোববার ৬২ বলে ১০৩ রান করে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন বাহাতি এ ওপেনার।
ইনিংসটি খেলার পথে ১০টি চার ও ৫টি ছয় হাঁকিয়েছেন তামিম।
এ ইনিংসটি খেলার পথে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। ব্যক্তিগত ১১ রান করে হাজার রান পূর্ণে করেন বাহাতি এ ব্যাটসম্যান। পাঁচটি হাফসেঞ্চুরিও আছে তামিমের নামের পাশে।