বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্টে) এর উদ্যোগে ‘অধিকার সচেতনতা’ বিষয়ক এক সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি, নির্বাচিত সদস্য/সদস্যা ও কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, ব্লাস্ট’র স্টাফ আইনজীবী এডভোকেট শরিফা বেগম, ইউপি সদস্য আব্দুল কাদির সমজিদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন, ইউপি সদস্য আব্দুল হাসিব, এনামুল হক, ফজলুল হক, জুলেখা বেগম, সংগঠক সওকত আলী, তাজুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, জসিম উদ্দিন প্রমুখ।