বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীসহ সকল নেতৃবৃন্দের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রোববার দুপুরে উপজেলা সদরে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য, জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য কাওছার আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সদস্য কামাল হোসাইন, উপজেলার খাজাঞ্চি ছাত্রলীগের সাবেক আহবায়ক মির্জা মো. গিয়াস, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি, মুজিবুর রহমান মঞ্জু, খাজাঞ্চি ইউপি ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়, সহ-সভাপতি আনহার, দশঘর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, রামপাশা ইউপি ছাত্রলীগের সভাপতি আরব শাহ, বিশ্বনাথ ইউপি ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাদেক মিয়া, শামিম আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।
এসময় উপস্থিত বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, অপু, মুজিব, বিরেন্দ্র, লিটন, শহিদুল, শাহাব উদ্দিন, জাকির, মাসুদ, খালেদ, এসকে রাজন, রাজা মিয়া, ইউপি ছাত্রলীগ নেতা সাজু, সাইদুল, নাজিম, রুবেল, হাবিবুর, দিপু, সমর, নাঈম, সায়েদ, আবুল হাসান, দুদু মিয়া, শহিদুল ইসলাম, মানিক, শহিদ, মুসাদ্দিক, হাবিব, নাজিম, মুজিব, রুবেল,লাহিন, মো. আলী, তাহির প্রমুখ।
বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের সম্পাদকসহ সকল নেতাকর্মী ওপর দায়েরকৃত মিথ্যা মামলা অভিলম্বে প্রত্যাহার না করা হলে বিশ্বনাথ ছাত্রলীগ কঠোর কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে হবে বলে তারা হুশিয়ারী উচ্চারণ করেন।
আগামী চার দিনের মধ্যে জেলা ছাত্রলীগ নেতার ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে দূর্বার আন্দোলনের ডাক দেয়া হবে।