বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : বিশ্বনাথ থানা পুলিশ দুইশত গ্রাম গাঁজাসহ ৪জনকে আটক করেছে। শনিবার গভীর রাতে উপজেলার বিদায় সুলপানি এলাকার একটি শিম ক্ষেত থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন-উপজেলার মজলিস ভোগসাইল গ্রামের মৃত রমেশ মালাকারের ছেলে টিটন চন্দ্র মালাকার (৩২), একই উপজেলার বিদায় সুলপানি গ্রামের মৃত মসকুদ আলীর ছেলে সিরাজ আলী (৪৩), হরিকলস গ্রামের গৌছ আলীর ছেলে মোহাম্মদ আলী (২০), সুনামগঞ্জ থানার মুরারবন গ্রামের মৃত জয়নুল্লাহর ছেলে বাচ্চু মিয়া (৩২)।
গাঁজাসহ আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি আবদুল হাই বলেন, থানার এস আই রাজিব আহমদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্যআইনে মামলা দায়ের হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে তিনি জানান।