ডেস্ক : ভারতে এবার ধর্ষণের শিকার হয়েছে এক বাংলাদেশি কিশোরী। ওই মেয়ে বিশ্বভারতীর উচ্চ মাধ্যমিক শাখায় দ্বাদশ শ্রেণীতে পড়ত বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তাকে ধর্ষণ করেছে বিশ্বভারতীর পিএইডি ক্লাসের এক ছাত্র।
বাংলাদেশ থেকে পড়তে আসা পিএইচডি করতে আসা সফিকুল ইসলামের সম্পর্ক গড়ে উঠেছিলো দ্বাদশ ক্লাসের ওই ছাত্রীর। পাঁচ মাস আগে ওই ছাত্রীর বেশকিছু ছবি তোলে সফিকুল। পরে ওই ছবি দেখিয়েই তাকে বারবার ধর্ষণ করতে থাকেন তিনি।
এ ঘটনায় শনিবার স্থানীয় বোলপুর থানায় সফিকুলের বিরুদ্ধে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ দায়ের করে ওই ছাত্রী। এরপরই সফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিস। তাকে তিন দিনের রিমান্ডে দিয়েছে পশ্চিমবঙ্গের এক আদালত।
এর আগে গত সেপ্টেম্বর মাসে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েই এক উত্তর-পূর্ব ভারতের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনায় প্রতিবাদে তখন রাস্তায় নেমেছিল বহু মানুষ। অভিযোগ রয়েছে, তখন ধর্ষিতা মেয়েটির পাশে দাঁড়ায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।