এম এ আই সজিব ॥ নবীগঞ্জ উপজেলার খনকারীপাড়া গ্রামে জমি দখল নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, একই গ্রামের আবু বক্করের সাথে আঃ গফফারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় আবু বকর বাদি হয়ে কোর্টে মামলা করলে আদালত ওই জমির উপর ১৪৪ ধারা জারী করেন।
এ আদেশ উপেক্ষা করে আঃ গফফারের নের্তৃতে সফিল, কফিল, শাকিল ও শাহজাহান জোর পূর্বক জমি দখল করতে গেলে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ইউসুফ (৫০), রাশিদা বেগম (৩০), আবু বকর (৪০), সেবুল (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া জুয়েল, মোতাহের ও সোহাগকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে।