বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর উপর মিথ্যা মামলার প্রতিবাদে বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা জেলা ছাত্রলীগের সাধারণসম্পাদকের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা অভিলম্বে প্রত্যাহার দাবি করেন। তা না হলে কলেজ ছাত্রলীগ কঠোর কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে বলে তারা হুশিয়ারী উচ্চারণ করেন।বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য’র সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল। বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।
মিছিল ও সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব, ছাত্রলীগ নেতা আফজল, আবদুল্লাহ, নাজিম, টিপু, শাহ সাকিব, অপু, মজিব, লিটন, খালেদ, আশরাফ, মাসুম, আল আমিন, মামুন, বিরেন্দ্র, রাখু, শাহাব উদ্দিন, সৌরভ, দেবমিত, ফরহাদ, জুয়েল, আতাউর রহমান আতা, মাসুদ, রাজু প্রমুখ।