স্টাফ রিপোর্টার,মাধবপুর থেকে : মাধবপুরের মনতলাতে ঢাকা মশুরীখোলা দরবার শরীফের ৬ষ্ঠ মুরিদান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মনতলা গঙ্গানগর ইমতিয়াজ খানকা শরীফ মাঠে আয়োজিত মুরিদান সম্মেলনে দেশ বরেন্য ওলামা মাশায়েখ বয়ান রাখেন। মুরিদান সম্মেলন শেষে বৃহস্পতিবার রাত ২টার দিকে বিশ্ব মুসলিম উম্মার মঙ্গল কামানায় আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকা মশুরীখোলা দরবার শরীফের খেলাফত প্রাপ্ত গদিনিশীন ও সাজ্জাদানীশিন আল্লামা শাহ মোহম্মদ ইমতিয়াজ ক্বেবলা।এসময় আরও উপস্থিত ছিলেন বহরা ইউ/পি চেয়ারম্যান আলা উদ্দিন,চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,বিশিষ্ট সমাজ সেবক এড.মনোয়ার আলী,বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ লাল মিয়া,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান,উপজেলা বিএনপির সদস্য আমজাদ আলী শাহীন,ডাঃ জামাল হোসেন,ফারুক আহম্মদ,চৌমুহনী বাজার আওয়াল কম্পিউটারস এন্ড ডিজিটাল ষ্টুডিওর সত্ত্বাধিকারী তাজুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।