হবিগঞ্জ:হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেছেন, জালাল স্টেডিয়ামে ইনডোর খেলাধুলার জন্য একটি মিনি কাবার্ড কোর্ট করা হবে। এর ফলে বছর ব্যাপি বিভিন্ন খেলাধুলা আয়োজন করা সম্ভব হবে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলোয়াড়রা নিজেরে যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবেন। পাশপাশি আগামী মৌসুমে আরডি হল মাঠে তার নামে যে টুর্ণামেন্ট হবে সেটিতে দেয়া হবে গোল্ডাপ।
শুক্রবার রাতে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা ব্যাডমিন্টনশীপের ফাইনলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। তার এই ঘোষনা শুনে উপস্থিত সকল দর্শক ও নেতৃবৃন্দ হাততালি দিয়ে স্বাগত জানান।
জেলা ক্রীড়া সংস্থার ব্যাডিমিন্টন উপকমিটির সভাপতি অ্যাডভোকেট সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম ও প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও প্রেসক্লাব সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন, সফিকুজ্জামান হিরাজ, অ্যাডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েমনের সহ-সভাপতি ছালেহ আহমেদ, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সদস্য শেখ উম্মেদ আলী শামীম, আব্দুর রউফ মাসুক, আব্দুল হান্নান, ফণি ভূষন দাশ, অ্যাডভোকেট ছগির আহমেদ সাজ্জাদ, মুর্শেদ কামাল, সুজিত চৌধুরী প্রমুখ।
ফাইনালে মাহমুদল হাসান রকি দ্বি-মুখুট অর্জন করে। এককে সে শেখ শিশিরকে ১৫-৫ ও ১৫-৯ সেটে পরাজিত করে। দ্বৈতে মাহমুদুল হাসান রকি ও শেখ শিশির বাহাউদ্দিন চৌধুরী জুটি সাফাত ও গোলাম আহদ কায়েছ জুটিকে ১৫-১১ ও ১৫-১২ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ব্যাডমিন্টন উপ-কমিটির সভাপতি অ্যাডভোকেট সুলতান মাহমুদ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নিয়মিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট আয়োজনের ঘোষনা দেন।