স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকায় বিধবা বোনর ছেলেকে বিচার করতে গিয়ে মারধরের অভিযোগে ছোট ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ইলিয়াস আহমেদ ওয়াহিদর স্ত্রী শিরিন আক্তার (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সুত্রে জানা যায় জুম্মার নামাজের পর মাহমুদাবাদ এলাকার শাহজালাল মসজিদের শিরনী বিতরণ নিয়ে একই এলাকার ইলিয়াস আহমেদের পুত্র আসিফ (১৪) ও ফাহিম (১২) এর সাথে মৃত সাইফুদ্দিন জুয়েলের পুত্র বিশাল (১২) বাকবিতণ্ডা ও মারামারি হয়।
বিষয়টি জুবায়ের ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টটা করে। সে গেলে শিরিন আক্তারের হাবিব মিয়ার পুত্র এমাদুর রহমান জুবায়ের (২০) এর সাথে কর্তবির্তক হয়। এক পর্যায়ে শিরিন আক্তার এমাদুর রহমান জুবায়ের এর উপর হাত তুলেন তখন জুবায়ের দৌরে পালিয়ে গিয়ে ১টি রড এনে শিরিন আক্তারকে মারধর করে। এতে শিরিন আক্তার গুরুতর আহত হন। স্থাণীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে সদর থানার এসআই কৌশিকের নেতৃত্বে একদল পুলিশ যুবায়েরকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ইলিয়াস আহমেদ জানান, তিনি সদর মডেল থানায় বাদি হয়ে ১টি মামলা দায়ের করেছেন।