বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : কপালে থাকলে ঠেকায় কে? একেই বলে ভাগ্য! সিলেটের বিশ্বনাথের এক নব-দম্পতির ঘর আলো করে বিয়ের ১ম বছর পূর্তির অনেক আগেই জন্ম হয়েছে এক লীপ ইয়ার বেবী। ভাগ্যবান সেই শিশুটির নাম রাখা হয়েছে আইয়াম আহমদ ইব্রাহিম। সে ভাগ্যবান কয়েছ আহমদ ও সোমা বেগম দম্পতির একমাত্র সন্তান। তাদের বাড়ী উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের শাহজিরগাঁও গ্রামে। প্রতি ৪ বছর অন্তর লীপ ইয়ার আসে বলে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে এত আকর্ষন।
প্রসঙ্গত, লীপ ইয়ারে ফেব্রুয়ারী মাস ২৯ দিনে হয়ে থাকে । এ কারণে এ প্রজন্মের অনেকেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ঘঠা করে বিয়েসহ নানান অনুষ্টানমালা আয়োজন করে থাকেন। স্ত্রী সন্তান সম্ভাব্য হলে এ দিন সন্তানের জন্য জন্মদিনও কামনা করে থাকেন। আর এরই অংশ হিসেবে কয়েছ-সোমা দম্পতিও প্রত্যাশা করেন তাদের ১ম সন্তান যেন লীপ ইয়ারেই জন্ম নেয়। গত ২৯ ফেব্রুয়ারী রাত আটটা ত্রিশ মিনিটে জন্ম নেয় ভাগ্যবান এই শিশুটি। শিশুটির নাম আইয়াম আহমদ রেখেছেন তার চাচা রাজন এবং ইব্রাহিম রেখেছেন তার যুক্তরাজ্য প্রবাসী চাচি রিনা খানম।
এব্যাপারে কয়েছ আহমদ সাংবাদিকদের বলেন, লীপ ইয়ার সন্তান জন্ম গ্রহন করায় খুশি। তাদের সন্তানের জন্য দোয়া করার জন্য দেশবাসীর কাছে আহবান জানান তিনি।