বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় পনাউল্লা বাজারে দলের অস্থায়ী কার্যালয়ে সভা জাপা নেতা আবদুস সত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য ও বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সম্বয়নক এস এম আরশ আলী বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাপার সম্বয়ন কমিটির সদস্য আবদুল হান্নান, উপজেলা জাপা সদস্য সেবুল আহমদ।
সভায় সর্বসম্মতিক্রমে অলংকারি ইউপি জাপার কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-আহবায়ক আবদুল হান্নান, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন ইলিয়াছ, মুক্তাদির আলী, আফসার হোসেন, বাবুল মিয়া, আলী হোসেন, সদস্য সচিব কুতুব উদ্দিন, যুগ্ম-সদস্য সচিব আশিক আলী, সদস্য আবদুস সত্তার, আবদুল গণি, আলী আহমদ, মাসুম আহমদ, তেয়াব আলী, মখন মিয়া, আলাল মিয়া, গিয়াস উদ্দিন, কামাল মিয়া, মানিক মিয়া, রইছ আলী, মখলিছ খান, আবদুল মানিক, ছয়ফুল ইসলাম, আজর আলী প্রমুখ।