বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলায় ৫ স্থানে শুরু হয়েছে ওএমএস’র চাউল বিক্রি। শুক্রবার ওএমএস’র চাউল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক শাহ আলম মামুন। ওএমএস’র চাউল বিক্রির প্রতিষ্ঠানগুলো হল-উপজেলার নতুন বাজারের টিএনটি রোড়ে ‘মহব্বত আলী ষ্টোর’, মাদ্রাসা মার্কেটে ‘মকদ্দছ আলী ষ্টোর’, খাজাঞ্চী রোড়ে ‘আজাদ আলী ষ্টোর’, পুরাণ বাজারের মস্তুরায় ‘জহুর আলী ষ্টোর’, কলেজ রোড়ে ‘নিখিল পাল ষ্টোর’। সপ্তাহে ৬ দিন (রোববার-শুক্রবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতি কেজি ১৫ টাকা দামে জনপ্রতি ৫ কেজি চাউল ক্রয় করতে পারবেন।
মহব্বত আলী জাহান’র সভাপতিত্বে ও ফজর আলী’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রন দপ্তরের অফিস সহকারী দেবব্রত চক্রবর্তী দেবু, সুন্দর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার এমদাদ হোসেন নাইম।