এম এ আই সজিব : হবিগঞ্জ জেলার বাহুবলে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জুয়েল মিয়া (২০) নামের এ যুবক ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শুক্রবার সকাল সাড়ে ৮ টায় ডুবাঐ এলাকার চকহায়দর গ্রামের একটি ইউক্লিপটার গাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জুয়েল উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের বশির মিয়ার ছেলে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন করাঙ্গীনিউজকে জানান, সকালে খবর পেয়ে একটি ইউক্লিপটার গাছের সাথে মহিলাদের ওড়না পেছানো অবস্থায় জুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তার শরিরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। যুবকের মলদ্বারে কিছু মল দেখা গেছে। তাতে প্রতিয়মান হয় সে আত্নহত্যা করেছে।