তোফাজ্জল হোসেন অপু : হবিগঞ্জ সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সুরাবই নামক স্থানে সুতাং বাইপাস সড়কের মোরে মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সুরাবই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, উক্ত মাইক্রোবাসটি অলিপুর স্কয়ার কোম্পানির। ঢাকা-মেট্রো-৫৩-৬৪৩ মাইক্রোবাসটি সুতাং বাইপাস সড়ক দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে প্রবেশ করার সময় সিলেটগামী যাত্রীবাহী (ঢাকা-মেট্রো-জ-১৪-০৪১৯)বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
উল্লেখ্য, তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে বাসের কয়েকজন যাত্রী কে শায়েস্তাগঞ্জ ও মাইক্রোবাসে থাকা লোকজনদের অলিপুরে প্রেরন করা হয়। তাৎক্ষনিক তাদের কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।