মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি॥ নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রাম চটিপাড়ার নিরধন দেবের বাড়িতে অগ্নিকান্ডে ২টি ঘর,নগদ ২ লাখ টাকা,ঘরে থাকা বিভিন্ন ফসলসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে । অগ্নিদগ্ধ হয়ে নিরধন দেব(৭০) ও দুঃখু দেব(১২) নামে দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাতে এঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ আহত নিরধন দেব জানান, তার ঘরের কুপিবাতি থেকে আগুনের সূত্রপাত্র হয়। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে কেউ ঘর থেকে কিছুই বের করতে পারেনি। ২টি ঘর ও ঘরে থাকা দুই লাখ টাকা ও এক‘শত মন ধানসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
গোর্কণ ইউপি চেয়ারম্যান এমএ হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকাবাসির চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।