আনিসুর রহমান নয়ন : হবিগঞ্জ শহরের সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারী কলেজে আগামী ১২, ১৩ ও ১৪ ইং রোজ শনিবার , রবিবার ও সোমবার অত্র কলেজে তিন দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবিগঞ্জ জেলার আধুনিক ষ্টেডিয়ামে অনুষ্টিত হবে । ১ম দিন আগামী ১২ ই মার্চ ২০১৬ ইং রোজ শনিবার সকাল ৯ টায় উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন হবিগঞ্জ- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য , আলহাজ্ব এডভোকেট মো : আবু জাহির , সদস্য বিদ্যুত , খনিজ ও জ্বালানী এবং গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ।
১০টি ইভেন্টে উক্ত কলেজের একাদশ থেকে মাস্টার্স এর অনেক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করবে ।
১ম দিনে অনুষ্টানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী যেসব ইভেন্টে অংশ গ্রহণ করবে সেগুলো হল ১০০মিটার দৌঁড় , ২০০ মিটার দৌঁড় , ৪০০ মিটার দৌঁড় , চাকতি নিক্ষেপ , গোলক নিক্ষেপ , দীর্ঘ লাফ , উচ্চ লাফ , ৮০০ মিটার দৌড় , ভারসাম্য দৌড় ও বালিশ ছুঁড়া ।
২য় দিনের ইভেন্টসমূহ হল :১০০ মিটার দৌঁড় ,২০০ মিটার দৌঁড় , ৪০০ মিটার রিলে দৌঁড় , চাকতি নিক্ষেপ ও গোলক নিক্ষেপ ৩য় দিনে ডিগ্রী , অনার্স ও মাস্টার্স শ্রেণীর ছাত্র-ছাত্রী যেসব ইভেন্টে অংশ গ্রহণ করবে তা হল দীর্ঘ লাফ , উচ্চ লাফ , ৮০০ মিটার দৌঁড় , ভারসাম্য দৌঁড় , বালিশ ছুঁড়া এবং অতিরিক্ত ইভেন্টসমূহ শিক্ষক পুরুষদের জন্য রশি টানাটানি , শিক্ষক মহিলাদের জন্য বালিশ ছুঁড়া ও কর্মচারী (৩য় ও ৪র্থ শ্রেণী) জন্য ১০০ মিটার দৌঁড় ।
তাছাড়া অতিথিবৃন্দদের মধ্যে পুরুষদের জন্য বৃত্তে বল নিক্ষেপ ও মহিলাদের জন্য বালিশ নিক্ষেপ । উক্ত অনুষ্টানের বিশেষ আকর্ষণ ছাত্র-ছাত্রীদের জন্য যেমন খুশি তেমন সাজ ।