এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরে অহেতুক মানুষকে হয়রানির কারণে হোসেন মিয়া (২০) নামের পুলিশের কথিত এক সোর্সকে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শহরের যশের আব্দা গ্রামের হিরা মিয়ার পুত্র। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, হোসেন মিয়া দীর্ঘদিন ধরে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করে আসছিল। এ কারণে বিভিন্ন মামলার আসামীরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। ওই সময় উমেদনগর এলাকার বুলবুল, দিপক, রূপজয়সহ একদল দুর্বৃত্ত তাকে কালী গাছতলা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে সিএনজিযোগে রামপুর এলাকায় নিয়ে যায়। সেখানে একটি জঙ্গলে ফেলে বেধরক পিটিয়ে আহত করে এবং উল্লেখিতরাই তাকে হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়।