নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের করগাঁও গ্রামে করগাঁও কোরআন শিক্ষা কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ৩০ জন শিশুকে খতনা করানো হয়েছে। বুধবার বিকেলে তাদের খতনা কাজ সম্পন্ন করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন লন্ডন প্রবাসী আলহাজ্ব মফিজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী আলহাজ্ব আব্দুল আহাদ চৌধুরী, আলহাজ্ব ওলি মিয়া, মসজিদ কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ চৌধুরী, মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন বিপ্লবী, সেক্রেটারি তাহের মিয়া, কোষাধ্যক্ষ নুমান আহমেদ চৌধুরী, মসজিদের মোয়াজ্জিন নুরুল ইসলাম, আব্দুর রুফ চৌধুরী, বুরহান চৌধুরী, হারুন মিয়া, মুহিবুর রহমান চৌধুরী, দিলাল মিয়া, জাকির হোসেন চৌধুরী, দিলু মিয়া, আব্দুল বারিক চৌধুরী, নাছিম উদ্দিন সোহান, লিমন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, রহিম উদ্দিন, মহাফেজ মুরাদ মিয়া। ট্রাষ্টের সভাপতি বলেন, ট্রাষ্টের পক্ষ থেকে প্রতি বছর খতনা করানো হবে। আর এই ট্রাষ্টের উদ্যোগ হলো মুসলিম ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেওয়া ও তার প্রতি উৎসাহ প্রদান করা। এর জন্য গ্রামের সকল মানুষের সাহায্যর জন্য অনুরোধ জানানো হয়। বিশেষ করে উক্ত ট্রাষ্টের প্রতিষ্টাতা শেখ মহি উদ্দিন আহমেদ (জাহেদ) বলেছেন এই ট্রাষ্টের জন্য সব রকম সাহায্য সহযোগীতার হাত বারিয়ে দিবেন।