সংবাদদাতা : মাধবপুর উপজেলার ভান্ডারুয়া গ্রাম থেকে দুলাল মিয়া (৩০) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শাহেদ আলীর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের নূর মিয়ার পুত্র। পুলিশ জানায়, দুলাল মিয়ার বিরুদ্ধে বন মামলায় ১ বছরের সাজা পরোয়ানা ছিল। এতদিন সে পলাতক ছিল।