মোঃ রহমত আলী ॥ বানিয়াচং মোধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরন করা হয়েছে। ৯ মার্চ সকাল ১০ টায় সদর দক্ষিণ পূর্ব ইউ.পির উদ্যোগে ইউ.পি মিলনায়তনে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, শিক্ষানুরাগী কাজল চ্যাটার্জী। প্রধান শিক্ষক ছানাউল হক রুবেল এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক আব্দুর রউফ, আলী রহমান, সাইফুল আলম, আবুল ফজল, মুজাম্মিল হোসেন খান, ইউ.পি সদস্য মোঃ আলীম উদ্দিন, ধন মিয়া, আব্দুছ ছমেদ জমাদার, সৈয়দ আব্দুল মোনায়েম, আব্দুল জলিল, রুনা আক্তার, শ্যামারুপ বিবি, শিক্ষিকা লুৎফা বেগম, ইউ.পি সচিব আলফাজ উদ্দিন, ইউডিসি উদ্যোক্তা মোঃ ফারুক আহমদ প্রমুখ। সভায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবুল কাশেম ও গীতাপাঠ করেন বিপ্লব সূত্রধর।