নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে আবারও চার টিকিট কালোবাজারীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টির দিকে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ রেল জংশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, রেলকর্মচারী সিরাজ মিয়া, পিতা আব্দুল রাজ্জাক রেল কলোনি, ব্যবসায়ী ওমর,পিতা আব্দুল হাই গ্রাম চরনুরআহমদ, লেংড়া বাবুল,পিতা নুরুল ইসলাম গ্রাম তালুগরাই, কালাম,পিতা আব্দুল মজিদ রেল কলোনি।এসময় তাদের কাছ থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানের ২৫টি টিকিট উদ্ধার করা হয়েছে।পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
প্রসঙ্গত, শায়েস্তাগঞ্জ জংশনে টিকেট কালোবাজারীর কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকেট সংকট দেখা দেয়। তবে, অতিরিক্ত টাকা দিয়ে ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগেও কালোবাজারীদের কাছে টিকেট পাওয়া যায়।
শায়েস্তাগঞ্জ জংশনের উপস্থিত যাত্রীরা প্রতিনিধি কে বলেন-পুলিশের অভিযান ট্রেনযাত্রীদের উপকারে আসবে। এতে করে কালোবাজারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হবে। জনস্বার্থে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য সকলেই জুর দাবি জানান।