এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচঙ্গের বিথঙ্গল আখড়া থেকে প্রায় ৫০ বছর আগে চুরি যাওয়া প্রায় ৫০ লাখ টাকা মুল্যের পিতলের খাট উদ্ধার করা হয়েছে। বিথঙ্গল পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জাহিদ অভিযান চালিয়ে গতকাল উপজেলার মুরাদপুর গ্রামের নুরুল হক চৌধুরীর বাড়ি থেকে উদ্ধার করেন।
সাড়ে ৬ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস্থ সম্পূর্ণ পিতলের খাটটি ওজন প্রায় ১৫ মন। মুরাদপুর গ্রামের হাজী জমির উদ্দিন চৌধুরীর পুত্র নুরুল হক জানান, তার নানা কালাই মিয়া লস্কর ওই খাটটি তার পিতা জামির চৌধুরীকে উপহার দিয়ে ছিলেন। এর পর থেকে তারা ওই খাটটি ব্যবহার করে আসছেন। বিথঙ্গল আখড়ার মহন্থ সুকুমার দাস জানান, এটি আখড়া থেকে চুরি যাওয়া খাট। এচাড়া এলাবাসীও জানান, উদ্ধারকৃত কাটটি আখড়া থেকে চুরি হয়েছিল।