সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে : শায়েস্তাগঞ্জ পৌরসভার সংলগ্ন তাউসমিয়ার ভাড়াটিয়া কয়েল লাকড়ি কারখানায় বিদ্যুৎ মিটার থেকে ভয়াবহ অগ্নিকান্ডে কারখানাটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। গত কাল শুক্রবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭ টায় শায়েস্তাগঞ্জ শায়েস্তাগঞ্জ পৌরসভার সংলগ্ন কয়েল লাকরি কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে হবিগঞ্জ থেকে দমকল বাহিনীকে খবর দিলে তাদের ১টি ইউনিট এসে প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় লোকজন জানায়, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাউছ মিয়ার ভাড়াটিয়া ঘড়ে বিরামচর গ্রামের বিশিষ্ট মুরুব্বি গফুর মিয়ার পুত্র সৈয়দ মিয়ার কয়েল কারখানায় মিলে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুতের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুরদিকে ছড়িয়ে পড়লে সারা পৌর এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।