চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুর্গাপুর আলোর পথে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফর ২০১৬ অনুষ্টিত হয়েছে। গত সোমবার সকাল ৮টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে শ্রীমঙ্গলে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্য রওনা দেন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
দুপুর ১২টায় লাউয়াছড়া জাতীয় উদ্যান অবস্থান করে সকল মিলে পরিদর্শন শেষে পাশের একটি বাগানের মধ্যে দুপরের খাবার শেষ করে শ্রীমঙ্গলের বৈধ ভুমি ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে গন্তব্যস্থানের উদ্দেশ্য রওনা দিয়ে সন্ধ্যা ৬টায় জেলার দুর্গাপুর আলোর পথে বিদ্যালয় মাঠে এসে পৌছে এবং সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী নিজ নিজ বাসায় চলে যান। এতে অংশ গ্রহন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হবিগঞ্জ মটর মালিক গ্র“পের কার্যকরি সদস্য মোঃ ফজলুল হক তালুকদার কাজল, প্রধান শিক্ষক মোঃ মকসুদ আলী, পরিচালনা কমিটির সদস্য ও আলোর পথে ইসলামী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য মোঃ রাজা মিয়া, শায়েস্তাগঞ্জ নতুনব্রীজস্থ গ্রীণ ফেযার আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্তার মিয়া, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের কার্যকরি সদস্য ও গ্রীণ ফেযার আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ তাজুল ইসলা, মাধবপুর হাজী জুবেদা সুন্নীয়া দাখিল মাদ্রসার প্রতিষ্ঠাতা মোঃ রমজান আলী লন্ডনী, রঘুরামপুর চাইল্ড ফেয়ার একাডেমীর অধ্যক্ষ সাংবাদিক এস আর রুবেল, মাধবপুর হাজী জুবেদা সুন্নীয়া দাখিল মাদ্রসার সুপার মাওলানা উবায়দুর রহমান, মিয়া, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মতিউর রহমান, শিক্ষিকা মোছাঃ শরীফুন্নেছা, মোঃ নাজিরা আক্তার, অঞ্জলী রাণীসহ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী-১০ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ।